শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

৪৮ ঘণ্টা হরতাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

এক দফা দাবিতে রোববার ও সোমবার দুদিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই ৪৮ ঘণ্টার হরতালের কারণে ১৯ ও ২০ নভেম্বরের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার ও সোমবারের অনুষ্ঠেয় সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub