শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত
ফাইল ছবি

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা, ঢাকা এর কমিটি স্থগিত করা হলো।

এর আগে সম্প্রতি বিতর্কি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি স্থগিত করে ছাত্রলীগ।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর