জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২ অক্টোবরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থগিতকৃত কোর্সের এই পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিইউ/এমএইচএম

