কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী ৯ অক্টোবর (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৯ অক্টোবর (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেন নির্বাহী সংসদ। ওই সময় ১০ কেন্দ্রীয় নেতাকে কর্মীসভা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রতিনিধি/আইএইচ

