ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন হাজী মুহম্মদ মুহসিন হল কুইজ ক্লাব। ইতোমধ্যেই সংগঠনটির কমিটিও ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী করিম আল জাহিন। এছাড়া কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিয়ান নাবিল।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঘোষিত এই কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. হামিম আখতার ও যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতউদ্দৌল্লা শাহ, সবুজ আহমেদ।
বিজ্ঞাপন
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে জোয়ারদার সালেকিন শাহারিয়ার ওয়ামিক, মো. নাঈমুল হোসেন, মো. জুবায়ের রহমান মনোনীত হয়েছেন। এছাড়াও দফতর সম্পাদক হয়েছেন তামিম আল রাজি, কোষাধ্যক্ষ মো. লূত হাসান, প্রচার সম্পাদক মো. মাহামুদুল হাসান রাকিব, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক মো. জান্নাতুন নাঈম এবং আপ্যায়ন সম্পাদক মো. ওয়াসিফ হায়দার।
কুইজ ক্লাবের আত্মপ্রকাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্যরা বলেন, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মুহসীন হল কুইজ ক্লাবের আত্মপ্রকাশ ঘটানোর। কিন্তু মহামারির কারণে সেটা পিছিয়েছে। আশা করি নতুন এই কমিটি সংগঠনকে অনেক গতিশীল করবে তাঁদের দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে। সবার জন্য শুভকামনা।
বিজ্ঞাপন
এ বিষয়ে মুহসীন হল কুইজ ক্লাবের নবনির্বাচিত সভাপতি করিম আল জাহিন বলেন, পদ-পদবীর বাইরে কিংবা নেতৃত্বের চেয়েও কাজ করতে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই কুইজের প্রতি একটা বিশেষ আকর্ষণ বোধ করতাম, কিন্তু কুইজের মৌলিক বিষয় বুঝেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে। ২০১৮ সালের দিকে মুহসীন হল কুইজ ক্লাবের হাতেখড়ি হলেও বিভিন্ন প্রতিকূলতায় এগিয়ে যেতে পারেনি। নবাগত কমিটির আমার ও আমাদের সবার সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা দিয়ে মুহসীন হল কুইজ ক্লাবকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের রহমান বলেন, সবার সম্মিলিত প্রয়াস ও আগ্রহ থাকলে সংগঠনের গতিশীলতা ও কার্যক্রম আশাকরি কোনোভাবে ব্যাহত হবে না। আমরা সবাই মিলে একটা পরিবারের মতো এবং এই পরিবারকে প্রতিষ্ঠিত রূপে দাঁড় করানোই আমাদের আপাতত মূল লক্ষ্য। সেই সঙ্গে সবার কুইজের প্রতি আগ্রহ বাড়ানো, অংশগ্রহণ নিশ্চিত এবং মেধাভিত্তিক চর্চা অব্যাহত রাখতে কুইজ ক্লাব কাজ করে যাবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/আইএইচ

