কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তাইয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে তারা ঢাবির চলমান ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ টু প্রমোট ইয়োথ এন্টারপ্রিনিউরশিপ’ শীর্ষক পাইলট প্রকল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক সহযোগিতায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন, গবেষণা, প্রশিক্ষণ, সংলাপ, সেমিনার ও কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী দক্ষিণ কোরিয়া পরিদর্শনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: জবিতে দ্বিতীয় ক্যাফেটেরিয়া নির্মাণের পরিকল্পনা
এ সময় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবিতে চলমান পাইলট প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য কোইকার কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান। এই প্রকল্প দেশে দক্ষ উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে এবং ঢাবির এক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ সময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের ভাইস চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং নির্বাহী পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।
এইউ

