শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জরিপ

গুণগত মানে এগিয়ে ঢাকার ইংরেজি মাধ্যমের যেসব প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

গুণগত মানে এগিয়ে ঢাকার ইংরেজি মাধ্যমের যেসব প্রতিষ্ঠান
সম্প্রতি ঢাকার ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানের ওপর গবেষণা জরিপ চালিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশন। ফাইল ছবি

তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে দেশে দিনেদিনে বাড়ছে ইংরেজি মাধ্যমে শিক্ষার গুরুত্ব। বিশেষ করে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে অভিভাবকরাও সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভবিষ্যতের লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন সন্তানেরাও।

তবে যত্রতত্র ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠান গড়ে ওঠায় কারও কারও মান নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে। আবার পড়াশোনার পেছনে খরচের বিষয়টিও ভাবিয়ে তোলে অভিভাবকদের। এমন বাস্তবতায় শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশন সম্প্রতি ঢাকার ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানের ওপর গবেষণা জরিপ চালিয়েছে। যেখানে প্রতিষ্ঠানগুলোর পড়াশোনাসহ সার্বিক গুণগত মানের দিক থেকে সেরা পাঁচটি প্রতিষ্ঠানের তথ্য উঠে এসেছে।


বিজ্ঞাপন


এসব প্রতিষ্ঠানগুলো হলো- স্কলাস্টিকা, মাস্টার মাইন্ড স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, সানবিমস স্কুল এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল।

 

আরও পড়ুন

‘টিকে থাকতে গুণগতমান সম্পন্ন প্রাথমিক শিক্ষার বিকল্প নেই’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জরিপের বিষয়ে নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের পরিচালক সাঈদুর রহমানের সঙ্গে কথা হলে ঢাকা মেইলকে তিনি বলেন, লেখাপড়া, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যোগ্যতাসহ নানাবিধ দিক বিবেচনা করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


 

সাঈদুর রহমান বলেন, জরিপে দেখা গেছে- প্রথম সারিতে জায়গা পাওয়া প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র মানসম্পন্ন শিক্ষাই দেয় না; বরং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধাও দেয়। যা তাদের একাডেমিক ও ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কলাস্টিকা স্কুলের বিষয়ে বলা হয়েছে, ঢাকায় ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আসলে প্রথম যে ইংলিশ মিডিয়াম স্কুলের নাম আসে, তা হলো স্কলাস্টিকা। ঢাকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এক অনন্য নাম। কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে কাজ করছে। এছাড়াও ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলে বরাবরই ভালো ফল করছেন এখানকার শিক্ষার্থীরা। সেই সঙ্গে স্কলাস্টিকা একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্রদের মধ্যে সততা, সহানুভূতি এবং দায়িত্ববোধের জায়গা তৈরি করে বলেও মনে করে নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশন।

Scholastica-School
স্কলাস্টিকা স্কুল। ফাইল ছবি

এদিকে, মাস্টারমাইন্ড স্কুলের বিষয়ে ফাউন্ডেশনের তথ্য বলছে- মাস্টারমাইন্ড স্কুল ঢাকায় শিক্ষার উৎকর্ষ বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিকভাবে পারদর্শী নয়; বরং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখার মতো করে তৈরি করা হয় বলেও মনে করে বেসরকারি ফাউন্ডেশনটি।

অন্যদিকে, ধানমন্ডিতে অবস্থিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ইংরেজি মাধ্যমের স্কুলের মধ্যে বেশ সাফল্য অর্জন করেছে। লেখাপড়া, শিক্ষার পরিবেশ, ফলাফল, খেলাধুলা এমনকি এক্সটা কারিকুলামেও প্রতিষ্ঠানটি নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বলে মনে করে নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশন।

এছাড়াও নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পাঠদানেই দিনদিন শিক্ষার্থী তথা অভিভাবকদের আস্থা কুড়াতে সক্ষম হয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এর সঙ্গে অনুমোদিত, যা শিক্ষার্থীদের কেমব্রিজ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। পাশাপাশি তারা এই প্রক্রিয়ায় আইএসও (২১০০১:২০১৮) সার্টিফিকেশনপ্রাপ্ত প্রথম প্রতিষ্ঠানও হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার: জাকির

এসব প্রতিষ্ঠান ছাড়াও সানবিমস স্কুল শিক্ষার সামগ্রিক বিষয় তুলে ধরে একজন শিক্ষার্থীকে কীভাবে সেরা শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে কাজ করছে বলেও জরিপে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি লেখাপড়া ও খেলাধুলায় ইতোমধ্যে নিজেদের সেরার তালিকায় নিয়ে গেছে বলেও জানিয়েছে নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশন।

 

এছাড়াও রাজধানীর ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে লালন করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানটি। স্কুলটি দৃষ্টিভঙ্গি, সমালোচনামূলক চিন্তাভাবনা, সাংস্কৃতিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের উপর জোর দেয় বলেও জানিয়েছেন জরিপ পরিচালনা করা নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের পরিচালক সাঈদুর রহমান।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর