বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস রেসিডেন্সি মার্চ-২০২৪ ফেইজ- ‘এ’ রেসিডেন্সি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব কোর্সে ভর্তির অবেদন করতে পারবেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের পহেলা মার্চ থেকে একাডেমিক অধিবেশন শুরুর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউটে এমডি, এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় আবেদনের জন্য বিএসএমএমইউর ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এ তাদের বিষয় ও যোগ্যতার মানদণ্ডের তালিকা দেখতে পারবেন।
আবেদন ও অর্থ জমার বিষয়ে এতে বলা হয়, আবেদনের জন্য বিএসএমএমইউর পরীক্ষা পরিচালনা ও তহবিলের অনুকূলে অফেরতযোগ্য সাত হাজার টাকা পূবালী ব্যাংক শাহবাগ শাখায় অ্যাকাউন্ট নম্বর 0947102001731 এ জমা দিতে হবে। অর্থ জমাদানের পর নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক পেমেন্টের রিসিট এবং স্বাক্ষরের স্ক্যান কপি জমা দিতে হবে।
বিজ্ঞাপন
বিএসএমএমইউর এমডি/এমএস রেসিডেন্সি মার্চ-২০২৪ ফেইজ- ‘এ’ রেসিডেন্সি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের অর্থ জমার সময় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর এবং আবেদনের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদনকারীরা আগামী ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর (সকাল সাড়ে ৮টার মধ্যে) পর্যন্ত তাদের আবেদনের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
রেসিডেন্সি কোর্সে ভর্তির লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সিট প্ল্যান পরবর্তীতে বিএসএমএমইউর ওয়েবসাইটে জানানো হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত সহযোগিতার জন্য আবেদনকারীরা 07109-975092 ও 01709-975093 নম্বরে কল করে হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এমএইচ/আইএইচ

