শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

ফের সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

পূর্ব শত্রুতার জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এখনো চলছে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ও রাতে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হন। ওই ঘটনার জেরে ফের সংঘর্ষে জড়াল তারা।

সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী এবং সিক্সটি নাইনের কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির নেতা সাদাফ ঢাকা মেইলকে বলেন, সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ নেশা করে শাহ আমানত হলের সামনে এসে আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রী নওফেল ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলেছে। তখন আমাদের ছোট ভাইয়েরা তাকে এসব করতে নিষেধ করলে সে তাদের সাথে মাতলামি শুরু করে। এরপর কথা কাটাকাটির জের ধরে ঘটনা সংঘর্ষে রূপ নেয়।

CU2


বিজ্ঞাপন


অন্যদিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু ঢাকা মেইলকে বলেন, আমাদের ছেলে ওদের হলের সামনে দিয়ে এলে কয়েকটা ছেলে মিলে ওকে উত্ত্যক্ত করতে থাকে। পরে আমাদের জুনিয়র ওদের প্রতিবাদ করলে তাকে মারধর করে ওরা। এর থেকে সংঘর্ষে রূপ নেয়। আমরা সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার ঢাকা মেইলকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাটহাজারী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীলের চেষ্টা করছি।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর