শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অনুসন্ধানে দুদক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অনুসন্ধানে দুদক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের একটি অভিযোগ জমা পড়েছে দুদকে। সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণের জন্য পাঠানো দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল স্বাক্ষরিত একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেন কুষ্টিয়া ইসলামী ‍বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চাকরিপ্রার্থী শাহবুব আলম। লিখিত অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে শিক্ষক নিয়োগ বাতিল পূর্বক পুনরায় শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড আয়োজনের দাবি জানানো হয়। অভিযোগে উপাচার্যের নিয়োগ সংক্রান্ত ফাঁস হওয়া কথাপোকথনের অডিওসহ আনুষঙ্গিক আরও তথ্য সংযুক্ত করা হয়।

প্রায় চার মাস পর শাহবুব আলমের অভিযোগের প্রেক্ষিতে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পালকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে ইস্যুকৃত চিঠিতে বলা হয়েছে, ইবির উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অবৈধ লেনলেনের অভিযোগ অনুসন্ধানে সাক্ষীর বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা হবে। কমিশন আইনের ১৯ ও ২০ ধারা এবং বিধিমালার বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে সাক্ষীর বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে সাক্ষীকে নোটিস পাঠানো হয়েছে। এই বিষয়টি তদন্তে নীলকমল পালকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। আগামী ২ জুলাই দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষীকে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে।

জানতে চাইলে চাকরিপ্রার্থী শাহবুব আলম মুঠোফোনে বলেন, শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী হিসাবে আমার সব একাডেমিক ফলাফল ও অভিজ্ঞতা বেশি থাকা সত্ত্বেও সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য দু’জনকে চূড়ান্ত নিয়োগ দেন। তাই এর প্রতিকার পেতে আমি দুদকে অভিযোগ দিয়েছি। দুদক এখন এটা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নীলকমল পাল মুঠোফোনে বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার এক চিঠি ইস্যু হয়েছে। অভিযোগকারীকে ডাকা হয়েছে। তিনি তার সাক্ষ্য পেশ করবেন। পরবর্তীতে আমরা অভিযুক্তর কথা শুনব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর