রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাইকারি বাজারে ছেলেদের কোন পোশাকের দাম কেমন  

কাজী রফিক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১১:০২ এএম

শেয়ার করুন:

পাইকারি বাজারে ছেলেদের কোন পোশাকের দাম কেমন  

পাইকারি বাজারের সঙ্গে সব সময়ই খুচরা বাজারের পার্থক্য দেখা যায় অনেক বেশি। খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজারে পণ্যের দাম বেশি এমন অজুহাতে বাড়তি দাম হাঁকেন। ঈদকে সামনে রেখে পোশাকের বাজারের চিত্রও একই। তবে পাইকারি বাজারের চিত্র বলছে, দাম এখনও স্বাভাবিক। 
 
সোমবার (৪ এপ্রিল) রাজধানীর বেশ কয়েকটি পাইকারি বাজার ঘুরে ছেলেদের পোশাকের দাম জানা গেছে। এ সময় দেখা যায়, সামনে ঈদ হলেও দাম খুব একটা বাড়েনি। 
 
আবার পাইকারি ব্যবসায়ীরাই বলছেন, খুচরা বাজারে দাম বেশি হতে পারে। এর পেছনে রয়েছে যুক্তিও। 

bazar
 
রাজধানীর গুলিস্তান এলাকায় রয়েছে বেশ কিছু পাইকারি পোশাকের মার্কেট। এর মধ্যে বঙ্গবাজার, ট্রেড মার্কেট বেশ পরিচিত। এ দুই মার্কেটেই ছেলেদের পোশাকের আধিক্য। 
 
মার্কেট ঘুরে দেখা গেছে, ছেলেদের জিন্স প্যান্ট বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩৫০ টাকা দরে। ছোটদের প্যান্ট ১২০ থেকে ২৮০ টাকার মধ্যে। 
 
পাইকারি দরে টি-শার্ট বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর বড়দের পোলো শার্ট বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১৭০ টাকার মধ্যে। 
 
ঈদে বাড়তি চাহিদা থাকা পাঞ্জাবির দাম রয়েছে ৪০০ টাকার মধ্যেই। আকার ও ধরণভেদে পাইকারি বাজারে পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৪০০ টাকায়।
 
শার্টের পাইকারি দোকান ঘুরে দেখা যায়, এবার ঈদকে সামনে রেখে বেশ কিছু নতুন ডিজাইনের শার্ট বাজারে এসেছে। ক্রেতার বয়স, পছন্দ ও মৌসুমকে গুরুত্ব দেওয়া হয়েছে ডিজাইন এবং রঙে। আর এসব শার্ট বিক্রেতারা পাইকারি বিক্রি করছেন ১৩০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। আর ছোটদের শার্ট বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৪০০ টাকায়। 
 
এ বিষয়ে জানতে চাইলে শার্ট বিক্রেতা মো. রাহুল ঢাকা মেইলকে বলেন, ‘আমরা কোয়ালিটির দিকে বেশি দেখি। এবার অনেক নতুন ডিজাইন আছে। চাহিদাও ভাল। শবে বরাত থেকে সেল শুরু হইছে। প্রতিদিনই বিক্রি চলতাছে। রোজার এই দুইদিন একটু কম। তবে আবার বেড়ে যাবে।’
 
অতীত অভিজ্ঞতার আলোকে রাহুলের ভাষ্য, পাইকারি বাজারে ৭০০ টাকা দরে বিক্রি হওয়া শার্ট খুচরা বাজারে হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হবে। আর দেড়শো টাকার শার্ট বিক্রি হবে ২৫০ থেকে ৩০০ টাকায়। 
 
এদিকে রাজধানীর উত্তরা থেকে গুলিস্থানে শার্ট কিনতে এসেছেন পোশাক ব্যবসায়ী রাজু। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি জানান, এরইমধ্যে মার্কেট ঘুরে ৩০টি শার্ট কিনেছেন তিনি। গত মৌসুমে ১৩০ টাকায় যে শার্ট পাইকারি কিনেছেন, একই কোয়ালিটির শার্ট এবার ১৫০ করে। ফলে বিক্রিও হবে একটু বেশি দামে।


বিজ্ঞাপন


bazar
 
রাজু বলেন, ‘প্রতি শার্টে ২০ টাকা বাড়ছে। গাড়ি ভাড়া আছে। এগুলো ২৫০ করে বিক্রি করবো। আরও দেখতেছি। ভাল কিছু খুঁজি।’
 
রাজুর মতো রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দোকানি ও ফুটপাতের ব্যবসায়ীদের এখন নিয়মিত যাতায়াত গুলিস্থানের পাইকারি মার্কেটগুলোতে। ঢাকার বাইরের জেলা থেকেও ক্রেতারা আসছেন পাইকারি দরে তৈরি পোশাক কিনতে।
 
কারই/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর