শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

‘আইএমএফ থেকে নেওয়া ঋণ, আমাদের দেড় মাসের রেমিট্যান্সের সমান’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

‘আইএমএফ থেকে নেওয়া ঋণ, আমাদের দেড় মাসের রেমিট্যান্সের সমান’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে বাংলাদেশ যে পরিমাণ ঋণ নিয়েছে তা দেশের দেড় মাসের রেমিট্যান্সের সমান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (০২ জুন) বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, আইএমএফ থেকে আমরা যে ঋণ নিয়েছি তা আমাদের দেড় মাসের রেমিট্যান্সের সমান।

মূল্যস্ফীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সমস্ত কারণে মূল্যস্ফীতি হয়। সেগুলো আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সারা বিশ্বের ক্ষেত্রে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের বাজেট দেশের মানুষের জন্য। আমাদের নির্বাচন দেশের মানুষের জন্য। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাজেট করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেন, নারীদের জানতে হবে কোন সরকার নারীদেরকে গুরুত্ব দেয় এবং শেখ হাসিনা সরকার নারীদেরকে গুরুত্ব দেয়।


বিজ্ঞাপন


কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর