বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

সরবরাহ প্রচুর তবুও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১২:২২ পিএম

শেয়ার করুন:

সরবরাহ প্রচুর তবুও দাম চড়া

বাজারে প্রচুর পরিমাণে শাক-সবজি ও মাছ মাংসের সরবরাহ থাকলেও দাম চড়া। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার (কেজি) উপরে। আদা রসুন পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।  

শুক্রবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, লাম্বা বেগুন ৪০-৫০ টাকা, ঢেড়স ৫০-৫৫ টাকা, করলা ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, পটল ৫০-৫৫, কচুর লতি ৭০-৮০ টাকা, শশা ৭০-৮০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, লাউ প্রতি পিস সাইজ ও মান ভেদে ৫০-৬০ টাকা, জালি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।


বিজ্ঞাপন


এছাড়াও নতুন সবজির মধ্যে কচুর মুখী বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০-১২০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। লাল শাক, কলমি শাক বিক্রি হচ্ছে ২০ টাকা আটি। দুই আটি একসাথে নিলে ৫ টাকা কম রাখছে।

dm

এদিকে ঝাল কমছে না কাঁচা মরিচের। প্রতি কেজি কাঁচা মরিচ ১২০-১৩০ টাকা। সব থেকে বেশি প্রয়োজনীয় নিত্যপণ্য আলু ৪০-৪৫ টাকা, পেঁয়াজ ৮০-৯০ টাকা, দেশি রসুন ১৮০-১৯০ টাকা, মোটা রসুন ২৩০-২৪০ টাকা। ইতিহাসের সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে আদা ৩০০-৩২০ টাকা। 

অপরদিকে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা, সোনালি মুরগী ছোট সাইজ ৩১০-৩২০ টাকা, বড় সাইজ ৩২০-৩৪০ টাকা। ডিমের হালি ৫০ টাকা। এক ডজন নিলে ১৪০-১৪৫ টাকা।


বিজ্ঞাপন


বাজারে প্রচুর মাছ সরবরাহ থাকলেও দাম চড়া। পাঙ্গাস তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ২৩০-৩৪০, কার্পজাতীয় মাছ ২৩০-২৬০, ট্যাংরা মাছের কেজি ৭০০, চাষের কৈ ২৫০, হাইব্রিড পুঁটি ২৫০ টাকা, রুই সাইজ ভেদে ৩০০-৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। 

বাজারে এখন প্রচুর সবজি ও মাছ মাংস। ঈদের আগে দাম ছিল অনেক চড়া। ঈদের পর পর কিছুটা কমলেও দুই সপ্তাহের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী সবজি মাছ মাংসের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে ঘাটতি না থাকলেও বেশি দামে কিনতে হচ্ছে। পরিবহন খরচ বেড়েছে। তাই কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর