বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

এবার মার্কেট-অনলাইন কাপাচ্ছে ‘নায়রা কাট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

এবার মার্কেট-অনলাইন কাপাচ্ছে ‘নায়রা কাট’

রমজানের এক তৃতীয়াংশ শেষের পথে। ঈদের কেনাকাটার সেভাবে তোড়জোড় শুরু না হলেও নারী কেন্দ্রীক মার্কেটে ঈদের আমেজ দেখা গেছে। 

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ঢল চোখে পড়েছে। আর এই ক্রেতাদের সিংহভাগই নারী।


বিজ্ঞাপন


ব্যবসায়ীদের ভাষ্য, শবে বরাতের পর থেকেই ঈদের বিক্রি শুরু হয়েছে। রমজানের প্রথম সাতদিন বিক্রি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিক্রি ছিল আশানুরূপ। 

নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ঘুরে গেছে, নারী কেন্দ্রীক এসব মার্কেটে চাহিদার তুঙ্গে আছে ‘নায়রা কাট’।

market

এবারের ঈদে মার্কেটে আসা এই নতুন পোশাকের প্রতি তরুণীদের বাড়তি ঝোঁক লক্ষ্য করা গেছে। 


বিজ্ঞাপন


নায়রা কাট মূলত পোশাকের ধরণের নাম দেওয়া হয়েছে। এটি এক ধরণের কুর্তি। যা কামিজ ও গোল ফ্রকের সমন্বয়। 

শুধু মার্কেট নয়, হালের এই জনপ্রিয় পোশাকে ছেয়ে আছে অনলাইনেও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ, গ্রুপে সোভা পাচ্ছে নায়েরা কাট। 

মার্কেট ও অনলাইন থেকে দেখা গেছে, দুই হাজার টাকার কমে এই পোশাক মিলছে না। আবার মান ও ধরণভেদে নায়েরা কাট বিক্রি হচ্ছে আড়াই থেকে ৭ হাজার টাকায়। 

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর