শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সন্ধ্যার বাজারে সেহরির কেনাকাটার ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যার বাজারে সেহরির কেনাকাটার ভিড়

আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে সেহরির মাধ্যমে সিয়াম সাধনা শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা। আর সে কারণে সন্ধ্যার বাজারে যেন সেহরির ভিড়ই দেখা গেলো। 

প্রথম সেহরিতে অনেকেই কিছুটা ভালো খাবার রাখতে চান। তাই তো মাছ ও মাংসের বাজারে ক্রেতাদের আনাগোনা যেন কিছুটা বেশি। 
রাজধানীর ফার্মগেট, পান্থপথ, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুরের বাজারের চিত্র সে তথ্যই দিচ্ছে। 


বিজ্ঞাপন


এর মধ্যে বাজারে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংস কিনতে দেখা গেছে অনেককে। তবে মাংসের বাজারের ভিড় বলছে, গরুর মাংসের চেয়ে মুরগির চাহিদা বেশি। সেটিও ব্রয়লার মুরগির। 

market

বৃহস্পতিবার বিকেলে কাজী ফার্মসসহ চার প্রতিষ্ঠান ব্রয়লার মুরগির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর প্রভাব বাজারে পড়তে এক থেকে দুইদিন সময় লাগবে। ফলে ২৬০ থেকে ২৭০ টাকা কেজি দরেই সেহরির জন্য ব্রয়লার মুরগি কিনছেন নগরবাসী। 

২৬০ টাকা দরে দেড় কেজি ব্রয়লার কিনে বাড়ির পথে ফেরার সময় ঢাকা মেইলের সঙ্গে আলাপ হয় সাবিনা খাতুনের। তিনি বলেন, প্রথম রোজা তো। তাই একটু মাংস কিনলাম। সামনে দাম যদি আরও বাড়ে! কওয়া তো যায় না।


বিজ্ঞাপন


ঢাকা উদ্যান বাজার থেকে ৬০০ টাকা কেজি দরে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কিনেছেন সাইদুল ইসলাম। এ সময় ঢাকা মেইলকে তিনি জানান, এই মাছ খাবেন রাতের সেহরিতে। 

market

তিনি বলেন, রাতের জন্য সবজি রান্না করা আছে। আমার স্ত্রী বলল সেহরির জন্য কিছু নিতে। তাই মাছ নিলাম।

সাধারণ বাজারের পাশাপাশি ক্রেতাদের ভিড় দেখা গেছে সুপারশপগুলোতেও। নগরীর ফার্মগেট এলাকার স্বপ্ন সুপার শপ, শ্যামলীর প্রিন্স বাজার, টোকিও স্কয়ারের আগোরা ক্রেতায় পূর্ণ দেখা গেছে।

শ্যামলীর প্রিন্স বাজার সুপারশপের বিক্রেতারা জানান, দিনব্যাপী ক্রেতা থাকলেও সন্ধ্যায় ক্রেতা বেড়েছে। 

ক্রেতার চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে সুপার শপের বিল গ্রহণকারীদের। 

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর