শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

হাত বদলে বাড়ে ব্রয়লারের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

হাত বদলে বাড়ে ব্রয়লারের দাম

খামার থেকে ব্রয়লার মুরগি আসে পাইকারদের কাছে। পাইকার থেকে খুচরা ব্যবসায়ীদের হাতে পৌঁছায়। সেখান থেকে ক্রেতা। এই দুই হাত বদলে প্রতি কেজিতে দাম বাড়ছে ২২ টাকা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি অভিযানে এই চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


অভিযানকালে টাউনহলের একটি মুরগির দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।

দোকানি জানান, তিনি ২৬০ টাকা দরে পাশেরই এক পাইকারি দোকান থেকে ব্রয়লার মুরগি কিনে এসেছেন।

ওই পাইকারি দোকানি ভোক্তা অধিকারকে জানান, খামারিদের থেকে ২৪৮ টাকা কেজি দরে মুরগি কিনে রেখেছেন তিনি। বিক্রি করছেন ২৬০ টাকায়।

তবে এই পাইকার আসলেই কত দামে কিনেছেন তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের দেখাতে পারেননি দোকানি।


বিজ্ঞাপন


এ সময় সংস্থাটির উপ-পরিচালক আব্দুর জব্বার মণ্ডল পাইকারকে 'খামারিদের থেকে ক্যাশ ম্যামো না নিলে ব্যবস্থা নেওয়া হবে' বলে সতর্ক করেন।

এ সময় কাউকে কোনো জরিমানা করা হয়নি। জনস্বার্থে এবং রমজানকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের এই উপ-পরিচালক।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর