মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

মার্চে পুঁজিবাজারে সুখবরের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

মার্চে পুঁজিবাজারে সুখবরের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের

ফ্লোর প্রাইস উঠে যাবে এই আতঙ্কে বাজারে গুজব ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আসছে মাসে পুঁজিবাজারে সুখবর আসবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড নামে একটি নতুন ব্রোকারেজ হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।


বিজ্ঞাপন


সুখবরের ইঙ্গিত দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘প্রাইমারি মার্কেটে এবং বন্ড মার্কেটে আমরা ভালো করছি। মার্চ থেকে মে-জুনের মধ্যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড চলে আসবে। ব্যাংকগুলোর বিনিয়োগের হাজার হাজার কোটি টাকার সক্ষমতা বেড়ে যাবে। ঠিক কত হাজার কোটি টাকা বাড়বে এর সংখ্যাটা না বলতে পারলেও এটা অনেক বড় হবে। মার্চে অনেক সুখবর আসা শুরু হবে।’

শিবলী রুবাইয়াত বলেন, ‘সব মার্কেট ঠিক আছে। শুধু সেকেন্ডারি মার্কেটে সমস্যা। বিনিয়োগকারীদের সঙ্গে বসেছি তারা কিছুই বলতে পারে না। সেকেন্ডারি মার্কেটে তো আমাদের হাত নেই।’

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ‘এই মার্কেটে যদি এক টাকাও লাভ করতে পারেন তাহলে প্রতিদিন ১৭ কোটি টাকা লাভ করা যায়। ১০ পয়সা লাভ করলে ১ কোটি ৭০ লাখ টাকা প্রতিদিন লাভ করা সম্ভব। প্রতি বছর পার ক্যাপিটা ইনকাম ও জিডিপি গ্রোথ হচ্ছে। ইউরোপের অর্ধেক দেশ থেকে আমাদের জিডিপির সাইজ বড়। মালয়েশিয়ার থেকে জিডিপির সাইজ অনেক বড়।’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের একটা ভয় হচ্ছে ফ্লোর প্রাইস উঠে যাবে। এই আতঙ্কে গুজব ছড়ানো হচ্ছে বাজারে। সাংবাদিক ভাইয়েরা সারাদিন ভালো কাজ করার পরও সন্ধ্যায় বিনিয়োগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবমূলক এমন পোস্ট দেন, যা সাংবাদিকদের সারাদিনের ভালো কাজকে শেষ করে দেয়।’


বিজ্ঞাপন


এ সময় ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানিয়া শারমিন বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে কাজ করাই হবে আমাদের লক্ষ্য। নিয়ন্ত্রণ সংস্থার সব নিদের্শনা মেনে বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ রেখে কীভাবে তাদের সঞ্চয় বৃদ্ধি করা যায়, শুরু থেকেই আমাদের সে লক্ষ্য থাকবে।’

ট্রাস্ট রিজিওনাল ইকুইটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। পুঁজিবাজারের উন্নয়নে আমরা কাজ করে যাব।’

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর