বছর ঘুরে এলো বসন্ত। দিন পেরুলেই ‘বিশ্ব ভালোবাসা দিবস’ ও ‘পহেলা বসন্ত’। এই দিনের উদযাপনের প্রধান অনুসঙ্গ ফুল। ফুলের চাহিদার সাথে বেড়েছে ফুলের দামও। ক্রেতাদের চাহিদার তুঙ্গে গোলাপ। এক-একটি গোলাপ আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোতে দেখা যায়, ক্রেতাদের ব্যাপক আনাগোনা। বিক্রেতারা এক-একটি গোলাপ বিক্রি করছেন ৫০ টাকায়। যেগুলো সাধারণ সময়ে বিক্রি হয় ২০ টাকায়। বড় আকারের ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গোলাপের তোড়া (৫টি গোলাপ, রজনীগন্ধা, গাদা ইত্যাদি) ফুলের তোড়া বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। যা অন্যান্য সময়ে মূল্য থাকে ২০০ টাকা।
বিজ্ঞাপন
বিক্রেতারা বলছেন, আগামীকাল ফুলের দাম আরও বাড়তে পারে। আসাদুল ইসলাম নামে এক দোকানদার বলেন, আমি সাধারণ দিনে দুই থেকে তিন কার্টুন ফুলের অর্ডার দেই। কিন্তু আগামীকালকের জন্য ছয় কার্টুন অর্ডার দিয়েছি। সকালে ফুল আসবে। কাল বিক্রি বাড়বে। আজকেও ফুলের চাহিদা বেশি।
সামিয়া বিন্তে নামে এক শিক্ষার্থী বলেন, কাল সকালে আমাদের অনুষ্ঠান। তাই সকালে ফুল না পেলে এখুনি ফুল কিনে যাচ্ছি। কিন্তু ফুলের দাম অনেক বেশি। একটা তোড়া কিনলাম ৪৫০ টাকায়। এটা কিছুদিন আগে কিনেছিলাম ২০০ টাকায়। তবে বসন্তের অনুষ্ঠানে ফুলতো লাগবেই।
ফুলের আড়তদার সাইফুল ইসলাম বলেন, আমরা ফুলের অর্ডার দিয়েও ফুল পাচ্ছি না। সাভার ও যশোর থেকে আমি ফুল আনি। এক কার্টুন গোলাপের দাম অন্য সময় ১০০০ থেকে ১২০০ টাকা হলেও এখন দাম চাচ্ছে ২০০০ টাকা। তারপরও ফুল পাচ্ছি না।
পিএস/এইউ

