বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

করনেট বিস্তৃতিতে ভ্যাট-ট্যাক্সে নজর দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

করনেট বিস্তৃতিতে ভ্যাট-ট্যাক্সে নজর দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

করের আকার তথা করনেট আরও বিস্তৃত করতে ভ্যাট ও আয়করের দিকে নজর দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্মার্ট বাংলাদেশ দরকার। ডিজিটাল শেষ করে আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষ্যে পৌঁছাতে হলে কাজগুলো স্মার্ট হতে হবে। সে জন্য বিভিন্ন প্রক্রিয়ার কথা শুনলাম, বিভিন্ন রকমের অটোমেশনের কথা আসছে। আমি খুব আশাবাদী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এনবিআরের কাজ আমাদের এগিয়ে নেবে।’

কাস্টমস কর্মকর্তাদের পজিটিভ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আয়কর নিতে গেলেই মানুষের অপছন্দের কারণ হয়ে উঠবেন আপনারা। ট্যাক্স দিতে চায় না কেউ, সেখানেও আপনাদের পজিটিভ ভূমিকা থাকতে হবে।’

>> আরও পড়ুন: কর হার নয়, করদাতা বৃদ্ধিই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, ‘অনেকে কিছুই দেখেন না। এই যে বাংলাদেশ এগিয়েছে। এতকিছু হচ্ছে চারদিকে দৃশ্যমান। যা আমরা দেখি সেটি তো সত্য। সেই জিনিসটা অনেকে স্বীকার করতে চায় না। দৃশ্যমান যে উন্নতি হয়েছে সেটি যদি না হতো, তাহলে ২০২৬ সালে আমরা গ্রাজুয়েশনের সুযোগটা পেতাম? সত্যটা হলো আমাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু দেখেও যারা না দেখতে চান, তাদের তো কিছু দেখানো সম্ভব নয়।’

সারাদেশেই এনবিআরের অফিস করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘এনবিআর অনেক টাকা বাঁচিয়েছে। ৪৫১ কোটি টাকা বরাদ্দ ছিল, সেখান থেকে ৪১২ কোটি টাকায় ভবন নির্মাণ করা হয়েছে। প্রায় ৩০-৪০ কোটি টাকা বাঁচানো হয়েছে।’

দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন, ২০২৩ উপলক্ষে ‘জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ওই সেমিনারের সভাপতিত্ব করেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এতে অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মান্নান শিকদার, ড. মইনুল খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআর/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর