বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ দিনে এসে পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে এসময় কমেছে লেনদেন। এ দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিএসই ও সিএসই সারাদিনের সূচক বিশ্লেষণ করে মিলেছে এমন তথ্য। 


বিজ্ঞাপন


ডিএসইর তথ্য মতে, এ দিন বাজারটিতে ৩৪৭টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৯২ লাখ ৭২ হাজার ১৮৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে আজ মোট লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্লোর প্রাইসের কারণে অপরিবর্তিত রয়েছে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তার বিপরীতে দাম বেড়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আর কমেছে ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৩৭ টাকা।


বিজ্ঞাপন


সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৪টির ও ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর