রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

নতুন চুক্তিতে গতি আসবে আমদানি-রফতানির শুল্কায়নে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

নতুন চুক্তিতে গতি আসবে আমদানি-রফতানির শুল্কায়নে
ফাইল ছবি

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের (চুক্তি) কাজ সম্পন্ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার মাধ্যমে আমদানি-রফতানির শুল্কায়ন কাজে গতি ফেরার আশা করা হচ্ছে।

সম্প্রতি এনবিআর থেকে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বেপজা কর্তৃক ইস্যু করা ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগ-ইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দফতরগুলোর রফতানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিটসংক্রান্ত তথ্য অ্যাসাইকুড়া সিস্টেমে ধারণ করা ছাড়া কোনো ধরনের শুল্কায়ন করা যাবে না। এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিটসংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট সব অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

ডিএইচডি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর