শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা বড় চ্যালেঞ্জ: গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০১:২০ পিএম

শেয়ার করুন:

চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা বড় চ্যালেঞ্জ: গভর্নর
ফাইল ছবি

চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা এই সময়ে অর্থনীতির জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। সবাই এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনে এই তথ্য জানান গভর্নর।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ওভার ইনভয়েসিং রোধে সব ধরনের এলসি পরীক্ষা করে দেখা হচ্ছে। বিলাসী পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এসব বাণিজ্যের দায় মেটানো হচ্ছে হুন্ডির মাধ্যমে।

অনুষ্ঠানে কর-জিডিপির অনুপাত কম এই তথ্য উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম মান্নান বলেন, কর-জিডিপি অনুপাত আসলেই কী এত মন্দ? এ সময়ে এত প্রবৃদ্ধি তাহলে কিসের ভিত্তিতে হলো?

এম এ মান্নান জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমছে। জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন মন্ত্রী।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর