অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে মন্তব্য করে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মন্ডল।
শনিবার (৫মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এই দাবি জানান।
বিজ্ঞাপন
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এই মানববন্ধনের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে আব্দুল হাই মন্ডল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে৷ যার কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা অসহায় জীবন যাপন করছে। এক ধরনের সিন্ডিকেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এনপিপির মহাসচিব প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা সিন্ডিকেটের সাথে জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।
এনপিপির যুগ্ম-মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এমাদুল হক রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ, এনপিপির প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদু, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
বিজ্ঞাপন
এএম/জেবি

