সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রুনাইসহ তিন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ব্রুনাইসহ তিন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা
ফাইল ছবি

ব্রুনাই সুলতানের আসন্ন বাংলাদেশ সফরে দেশটি থেকে তেল আমদানির বিষয়টি চূড়ান্ত হতে পারে এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রুনাই ছাড়াও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কথা ভাবছে সরকার।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রুনাইয়ের সুলতানের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১৫ অক্টোবর রাষ্ট্রীয় সফরে ঢাকা আসবেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ। এটি ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর হবে। সুলতানের এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে-দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটেরে স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক।

ব্রুনাইয়ের সুলতানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তাকে ২১ বার তোপধ্বনিসহ গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর সুলতান সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন ব্রুনাইয়ের সূলতান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন সুলতান। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। ১৭ অক্টোবর দেশে ফিরে যাবেন ব্রুনাইয়ের সুলতান।

ব্রুনাইয়ের সুলতানের সফরে হচ্ছে দুটি এমওইউ এক চুক্তি


বিজ্ঞাপন


ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ঢাকা সফরে আসছেন শনিবার।  এটিই বাংলাদেশে দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর। এই সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এরমধ্যে বাংলাদেশ-ব্রুনাই সরাসরি প্লেন চলাচল ও অভিবাসন সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ব্রুনাইয়ের সুলতানের এই সফর কর্মসূচি ২০২০ সালের এপ্রিলে চূড়ান্ত করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক সই হতে পারে।

জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করছি। ব্রুনাইয়ের সঙ্গেও জ্বালানি নিয়ে আলোচনা করছি। আমাদের ভালো আলোচনা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা হচ্ছে।’

হালাল খাবার নিয়ে ব্রুনাই আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক গরু ও ছাগল রয়েছে। বিশেষ করে ব্রুনাইয়ের সুলতান আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুব পছন্দ করেন। হালাল মাংসের ব্যবস্থা করা (রফতানির জন্য) যায় কি না, তারা সে বিষয়েও জানতে চেয়েছেন। এটি নিয়ে আলোচনা করছি।’

বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর