মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

শেয়ার করুন:

সবজির বাজারে আগুন

শীতের আগেই বাজারে দেখা মিলছে শীতের সবজির। তবে দাম বেশ চড়া। শীতের সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজির দামও। পেঁপে ছাড়া কোনো সবজিই মিলছে না ৭০ টাকার কমে।
 
শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।
 
বাজার ভেদে বেগুন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে শিম।

এছাড়া করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, দুন্দল বিক্রি হচ্ছে ৭০ টাকা ও শসা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।


বিজ্ঞাপন


কমের মধ্যে রয়েছে পেঁপে। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

সবজির বাজারে চাল কুমড়ার পিস বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়ার ফালি ৫০ টাকা।

গত সপ্তাহেও ৪০ টাকা পিস দরে বিক্রি হওয়া বাঁধাকপি ও ফুলকপি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কাঁচা কলার হালি ৪০ থেকে ৫০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।


বিজ্ঞাপন


কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর