শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এটিএমে টাকা তুলতে বিড়ম্বনা, ফিরে যাচ্ছেন লোকজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

এটিএমে টাকা তুলতে বিড়ম্বনা, ফিরে যাচ্ছেন লোকজন

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন গ্রাহকরা। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে টাকা উঠানো যাচ্ছে না রাজধানীর বেশ কয়েকটি এটিএম বুথে। সেগুনবাগিচায় বারডেম হাসপাতাল-২ পূবালী ব্যাংকের বুথেও এই সংকট দেখা যায়। নিরাপত্তা কর্মী বলেন, অনেকে টাকা উঠাতে না পেরে চলে যান। পান্থপথের প্রাইম ব্যাংকের বুথেও একই অবস্থা। সেই সাথে ইন্দিরা রোডে ব্র্যাক ব্যাংকের বুথ বন্ধই পাওয়া যায়। কারণ জানা যায়নি। ধানমন্ডির কয়েকটি বুথেও টাকা উঠানো যাচ্ছে না বলে জানা যায়।

বিভিন্ন বুথের নিরাপত্তাকর্মীরা জানান, ট্রানজেকশন দেরি হচ্ছে, কোথাও নেটওয়ার্কের সমস্যায় ইরর লেখা দেখাচ্ছে। বাধ্য হয়েই আগতরা অন্য বুথে ছুটে যাচ্ছেন। মেশিনের ডিসপ্লেতে লেখা- 'এটিএম মেশিনের কার্যকারিতা সাময়িক বন্ধ রয়েছে।' 


বিজ্ঞাপন


তবে গুলশান, বনানীর ইউসিবি, প্রাইম ব্যাংক ডাচ-বাংলার একাধিক বুথে খোঁজ নিয়ে জানা যায়, এখনও কোনো সমস্যা হয়নি। যদিও সন্ধ্যার পর মানুষও কম এসেছে। তবে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্কিংয়ে একটা সমস্যা হচ্ছে বলেও জানা যায়।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে জাতীয় গ্রিডেই বিপর্যয় ঘটে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে। যত তাড়াতাড়ি সম্ভব সারাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ডব্লিউএইচ/বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর