শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সপ্তাহের প্রথম দিনেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

সপ্তাহের প্রথম দিনেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ অক্টোবর) শেয়ারবাজারে লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। 

রোববার প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্য সূচক বেড়েছে ৩০ পয়েন্টের ওপরে। আর লেনদেনে হয়েছে আড়াই’শ কোটি টাকার বেশি।


বিজ্ঞাপন


অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী রয়েছে। এ বাজারটিতেও সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে।

লেনদেন পর্যালোচনা করে দেখা যায়- সকাল ১০টা ৮ মিনিটে ডিএসইতে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৮টির। আর ১৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫৭ লাখ টাকা।


বিজ্ঞাপন


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৮২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর