শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কমছে না ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ এএম

শেয়ার করুন:

কমছে না ডিমের দাম

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের পরেও বাজারে ডিমের দাম কমেনি। আবারও বাজারে ডিমের হাফ সেঞ্চুরি। দাম কমবে নাকি আরও বাড়বে, সে বিষয়ে ধারণা নেই খোদ ব্যবসায়ীদের। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বাজার ঘুরে ডিমের বাজারের এমন চিত্র দেখা গেছে। 


বিজ্ঞাপন


বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা দরে। বাজার ভেদে ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। 

এর আগে গত দুই সপ্তাহ একই দামে ঢাকার বাজারে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগির ডিম। 

গত রোববার (১৮ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী বলেছিলেন, ‘এটি কমে যাবে। এই চড়া দাম বেশি দিন থাকবে না।’

মন্ত্রীর বক্তব্যের ১২ দিন পরেও ডিমের বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। 


বিজ্ঞাপন


ডিমের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও ডিমের শ বিক্রি হচ্ছে হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়। 

পাইকাররা আবার প্রতি পিসে এক টাকা বাড়িয়ে ডিম সরবরাহ করেন মহল্লার দোকান ও গুটি কয়েক বাজারে (বাজারের অধিকাংশ ব্যবসায়ী সরাসরি আড়ৎ থেকে ডিম কেনেন)। বিক্রেতা পর্যায়ে প্রতিটি ডিমের দাম এখন ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা পর্যন্ত। 

ভোক্তা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হয়ে যাচ্ছে ১২ থেকে ১৩ টাকা। হালি ৪৮ থেকে ৫২ টাকা। ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা। 

ডিমের দাম কমার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে পাইকারি ডিম ব্যবসায়ী আব্দুল হাদী বলেন, ‘জানি না। কখন কমে, কখন বাড়ে!’

গত মাসে এক ধাপ বাড়নো হয়েছিল ডিমের দাম। তখনও সর্বোচ্চ ৫৫ টাকা হালি পর্যন্ত পৌঁছেছিল এর দাম। পরে তা আবার কমেও এসেছিল। মাস না যেতেই আবারও আগের জায়গায় ফিরেছে ডিমের বাজার। 

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর