শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম!

বৃষ্টির প্রভাবে কয়েকদিনের ব্যবধানে কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহেও ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এ সপ্তাহে এসে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে কাঁচামরিচের এমন দাম দেখা গেছে। 


বিজ্ঞাপন


রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। একই দাম দেখা গেছে, লালকুঠি বাজার, শিয়া মসজিদ বাজার ও আদাবর বাজারে। 

তবে কেজিতে আরও ২০ টাকা বেশি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে টাউন হল বাজার, ধানমণ্ডির সংকর, হাতিরপুল বাজারে। 

ব্যবসায়ীদের ভাষ্য, টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচামরিচের বাজারে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া থেকে রাজধানীর বাজারে আসা কাঁচামরিচের দাম আরও বেশি। বৃষ্টিতে পরিবহন ভাড়া বেশি। মরিচের ক্ষতি হওয়াসহ বিভিন্ন অজুহাতে কলাতিয়ার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে।


বিজ্ঞাপন


বৃষ্টির আগে ঢাকার বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। এরপর দুই ধাপে কেজিতে ২০ টাকা বাড়ে মরিচের দাম। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬০ টাকা কেজি দরেই বিক্রি হয়েছে মরিচ। শুক্রবার এক লাফে কাঁচামরিচ পৌঁছেছে ১২০ টাকায়।

এর আগে গত আগস্টে হুট করেই রাজধানীসহ সারাদেশে বেড়ে যায় কাঁচামরিচের দাম। ঢাকার বাজারে এক কেজি কাঁচামরিচের বিপরীতে ক্রেতাদের ৩০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে। পরে সে দাম কমে আসে। 

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর