নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোডে চালু হলো গ্রামীণ ইউনিক্লোর ১৮ তম আউটলেট। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট দেওয়া হচ্ছে।
শোরুম টি উদ্বোধনে গ্রামীণ ইউনিক্লোর হেড অব সেলস হিরোকি ওকা সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ইউনিক্লোর কর্মকর্তারা জানান, গ্রামীণ ইউনিক্লোর এর সামাজিক ব্যবসায় উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেবার অংশ হিসেবে এই শোরুম উদ্বোধন।
পোশাকের মাধ্যমে মানুষের লাইফ স্টাইলের উন্নয়নই গ্রামীণ ইউনিক্লোর উদ্দেশ্য। গ্রামীণ ইউনিক্লোর ব্র্যান্ড কনসেপ্ট কমর্ফোটেবল। তাই কমর্ফোটেবল পোশাক যাতে কমফোর্টেবল স্টোরে মানুষ কেনাকাটা করতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে গ্রামীণ ইউনিক্লো।
এজেড

