শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

প্রায় অর্ধেকে নেমে এসেছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

প্রায় অর্ধেকে নেমে এসেছে কাঁচা মরিচের দাম

দেশের বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। ৩০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ থাকায় মরিচের দাম কমেছে।


বিজ্ঞাপন


রাজধানীর মুগদা কাঁচাবাজারের এক দোকানি বলেন, ‘গত সপ্তাহে আমরা ২৫০-২৬০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করেছি। আজ সেটা ২৭০-২৮০ টাকা। দাম আরও কমবে। আমরা কম দামে কিনতে পারলে তো কম দামে দিতে সমস্যা নাই।’

বাজার করতে আসা এক ক্রেতা জানান, ‘দাম বেশি থাকায় গত বেশ কিছুদিন ধরে কাঁচা মরিচ কিনি নাই। শুকনা মরিচ দিয়েই চালিয়েছি। এখন কিছুটা দাম কমেছি। আজ অল্প করে মরিচ কিনলাম।’

জানা গেছে, ভারত থেকে আমদানি হওয়ায় কমতে শুরু করেছে মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। এই বাজারে ১৬০ কেজি দরের মরিচ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।

ভারত থেকে আমদানি বাড়ায় এবং দেশে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কাঁচা মরিচের দামে কমেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, দুইদিন আগে ২৫টি ট্রাকে ১০৪ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে এই বন্দরে আমদানি হয়েছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর