মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ঢাকা

পাঙ্গাশের কেজিও ১৮০ টাকা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

পাঙ্গাশের কেজিও ১৮০ টাকা!

মাছের বাজারে কম দামে পাওয়া যেত পাঙ্গাশ ও তেলাপিয়া। তুলনামূলক কম আয়ের মানুষের চাহিদায় বেশ গুরুত্ব পায় এই দুই ধরণের মাছ।  তবে সেই মাছের দামও দিন দিন বাড়ছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর কল্যাণপুর নতুন বাজার, রায়েরবাজার ও মোহাম্মদপুরের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


বাজার ভেদে পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। বড় আকারের ও জীবন্ত পাঙ্গাশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। 

দুই সপ্তাহ আগেও তেলাপিয়া মাছের দর ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল। এখন সেই দাম পৌঁছেছে ১৬০ থেকে ১৮০ টাকায়। বড় আকারের তেলাপিয়ার কেজি ২৫০ টাকা পর্যন্ত। 

এছাড়া বাজার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে। কাতল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়।

নলা মাছ কিনতে কেজি প্রতি ক্রেতাদের গুনতে হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা টাকা পর্যন্ত।


বিজ্ঞাপন


শিং মাছের দাম হাকা হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা। তবে ৫০০ টাকার কমে শিং মাছ বিক্রি হতে দেখা যায়নি।  

আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে।

ছোট মাছের মধ্যে কাঁচকি ৪০০ থেকে ৬০০ টাকা ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা দরে।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর