সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যাংক লোন নিতে যেসব শর্ত পূরণ করতেই হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

ব্যাংক লোন নিতে যেসব শর্ত পূরণ করতেই হবে

হয়তো আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, হয়তো বা আপনি তরুণ উদ্যোক্তা। অথবা আপনি বাড়ি বা গাড়ি কিনতে চান কিন্তু পর্যাপ্ত টাকা হাতে নেই। তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে ব্যাংক লোন। 

সাধারণত তিন ধরনের ব্যাঙ্ক লোন রয়েছে— ক) স্বল্প মেয়াদী (১ থেকে ২ বছরের জন্য) খ) মধ্য- মেয়াদী (২ থেকে ৫ বছরের জন্য)  গ) দীর্ঘ মেয়াদী (৫ বছরের বেশি)। আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোনো একটি নিতে পারেন। তবে লোন পাওয়া কিন্তু সহজ নয়। আসুন দেখি লোন পাওয়ার শর্তগুলো কী।


বিজ্ঞাপন


দেখা হবে চাকরি বা ব্যবসার অভিজ্ঞতা এবং লোনের অর্থ ব্যবহারে গ্রাহকের পরিকল্পনা। আপনার পরিকল্পনা যদি ব্যাংকের কাছে লাভজনক মনে না হয় তাহলে লোন নাও পেতে পারেন।

সব ব্যাংকের শর্ত একই নয়। তবে প্রতিটিতেই কিছু কমন শর্ত থাকে। আমরা সেগুলোই দেখব। প্রথমেই যে প্রশ্নের মুখে আপনি পড়বেন তা হলো, লোন কেন নিচ্ছেন। এরপর দেখা হবে আপনার ক্রেডিট হিস্ট্রি এবং ব্যক্তিগত তথ্য। তারপর দেখা হবে চাকরি বা ব্যবসার অভিজ্ঞতা এবং লোনের অর্থ ব্যবহারে গ্রাহকের পরিকল্পনা। আপনার পরিকল্পনা যদি ব্যাংকের কাছে লাভজনক মনে না হয় তাহলে লোন নাও পেতে পারেন। তারপর আসবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং আগের লোনের তথ্য (যদি থাকে)।

বেশিরভাগ ব্যাংক লোন এর ক্ষেত্রেই একই ধরনের কাগজপত্রের দরকার হয়। ব্যাংক লোন পেতে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র হলো— স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম, সম্প্রতি তোলা ছবি, জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি, অফিস আইডি ফটোকপি, স্যালারি সার্টিফিকেট, যেকোনো ইউটিলিটি বিল এর কপি, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন অনুলিপি, চেকবুক পেজ এবং ব্যাংক স্টেটমেন্ট।
  
লোন যিনি নিচ্ছেন তার পক্ষ থেকে একজন গ্যারান্টার যুক্ত করতে হয়। গ্যারান্টার এর ছবি, এনআইডি, অফিস আইডি, ইত্যাদি কাগজপত্র চাওয়া হয়ে থাকে। লোন গ্রহীতা যদি লোন পরিশোধে ব্যর্থ হয়, তবে ব্যাংকের কাছে গ্যারান্টারকে জবাবদিহি করতে হয়। এছাড়া সাক্ষীও দরকার হবে।

এসএ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর