মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অর্থনীতি শক্তিশালী হলেই বাস্তবায়ন হবে নতুন পে স্কেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

saleh
ড. সালেহ আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার ওপর—এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য কেবল সিদ্ধান্ত নয়, প্রয়োজন বিপুল অর্থ এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি।

সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ড. সালেহউদ্দিন আহমেদ জানান, গত এক দশকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং ইতোমধ্যে পে কমিশন গঠন করে কাজ শুরু করেছে। তবে বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বড় অংকের অর্থের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক ও অর্থনৈতিক উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একসময় যেখানে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলারে। এই অগ্রগতি ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

পে-স্কেল নিয়ে বড় সুখবর

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা: কারা কত শতাংশ?

তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব গুরুত্বপূর্ণ সংস্কার ও বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত নির্বাচিত সরকারের হাতেই থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে যাওয়া।


বিজ্ঞাপন


দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে অর্থ উপদেষ্টা বলেন, সরকার দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়—যার সুফল ভোগ করবে ভবিষ্যৎ প্রজন্ম।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা নয়; বরং গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তির জন্যই এটি একটি কার্যকর সংস্কারমূলক পথ। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে অর্থ উপদেষ্টা গণভোট বিষয়ক প্রচারণা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পাশাপাশি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর