সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে
আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট হিসেবে যুক্ত হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) এনবিআর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। 


বিজ্ঞাপন


এনবিআর জানায়, এ ব্যবস্থার ফলে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট পেতে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে আমদানিকারক ব্যবসায়ীদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

বিল অব এন্ট্রি ভিত্তিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে

নতুন ব্যবস্থায় আমদানিকারক করদাতারা ই-রিটার্নে ব্যবসা আয় সংক্রান্ত তথ্য এন্ট্রি দেওয়ার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে পরিশোধিত অগ্রিম আয়করের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন। আমদানি পর্যায়ে পরিশোধিত এই আয়কর রিটার্ন সিস্টেমে মোট প্রদেয় আয়কর থেকে সমন্বয় করে চূড়ান্ত পরিশোধযোগ্য অর্থ নির্ধারণ করা হবে।

ই-রিটার্নে ব্যাপক সাড়া


বিজ্ঞাপন


এনবিআর সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন।

প্রবাসী বাংলাদেশিরাও দাখিল করছেন ই-রিটার্ন

চলতি কর বছরে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্যও ই-রিটার্ন দাখিলের সুযোগ চালু রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

কাগজপত্র ছাড়াই রিটার্ন দাখিল

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোডের প্রয়োজন নেই। ব্যক্তি করদাতারা যেন ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন—সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

এনবিআর সম্মানিত সকল ব্যক্তি করদাতাকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর