কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। তবে ব্যাংকাররা চান প্রজ্ঞাপন। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়া এই নির্দেশ বাস্তবায়ন করলে পরবর্তীতে জবাবদিহিতার সংকটে পড়তে পারেন বলে তাদের আশঙ্কা।
রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংক শাখাগুলোর প্রবেশপথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কোথাও সরাসরি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, আবার কোথাও ‘দেশের চাবি আপনার হাতে’— এমন স্লোগানের মাধ্যমে বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে সিএসআরের অর্থ ব্যয়ে বাণিজ্যিক ব্যাংকের এমডিদের মৌখিক নির্দেশনা দিয়েছেন। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো প্রজ্ঞাপন জারি করেনি, যা ব্যাংকারদের মধ্যে সংশয় ও অস্বস্তি সৃষ্টি করেছে। তারা বলছেন, এখন সিএসআর খাতের টাকা হ্যাঁ ভোটের পক্ষে ব্যয় করলে পরের সরকার তা নিয়ে জবাবদিহির মুখে ফেললে তারা বিপদে পরতে পারেন— এমন শঙ্কা আছে। তাই প্রজ্ঞাপন ছাড়া দ্বিধাহীনভাবে নির্দেশ বাস্তবায়ন কঠিন।
গত ১২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের নিয়ে অনুষ্ঠিত ‘ব্যাংকার্স সভায়’ সিএসআর তহবিল থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অনুদান দেওয়ার নির্দেশ দেন গভর্নর। বৈঠকে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ কয়েকজন এমডি বক্তব্য দেন।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশে গভর্নরকে উদ্ধৃত করে তারা বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে গণভোটের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কী ধরনের প্রভাব পড়বে— এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। ফলে কোনো বেসরকারি সংস্থা জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিলে ব্যাংকের সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে হবে।
গত বৃহস্পতিবার রাজধানীর সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের একাধিক শাখায় ঘুরে দেখা গেছে, ব্যাংকগুলোর সামনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণামূলক ব্যনার টানানো হয়েছে।
বিজ্ঞাপন
টিএই/এফএ

