বছরের প্রথম দুই সপ্তাহে এলো ২০ হাজার ৮৭০ কোটি টাকার চলতি বছরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার তথা ২০ হাজার ৮৭০ কোটি ২৬ লাখ টাকা। এ হিসেবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৯০ কোটি টাকার বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার তথা ১২ হাজার ৩০৪ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬৯ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞাপন
এরআগে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। র তৃতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল একই বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।
তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে।
২০২৫-২৬ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স অনুযায়ী- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এসেছে।
তবে চলতি মাসে প্রথম অর্ধে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, সেটি দ্বিতীয় অর্ধে অভ্যাহত থাকলে নতুন রেকর্ড হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিজ্ঞাপন
তাদের ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ রেমিট্যান্স আসা মাসে গড় ছিল ১০ কোটি ৪০ লাখ ডলার আর চলতি মাসে গড় রেমিট্যান্স ১২ কোটি ১৬ লাখ ডলার। অর্থাৎ, ধারাবাহিকতা অভ্যাহত থাকলে রেমিট্যান্সের ইতিহাস গড়তে পারে।
এএম/এআর

