শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ছুটির দিনে ঢাকা বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

ছুটির দিনে ঢাকা বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল
পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) চলছে ৩০তম বাণিজ্যমেলা। ছবি: সংগৃহীত

ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই আসতে থাকেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। দুপুর গড়াতে না গড়তে অনেকটা কানায় কানায় ভরে উঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) প্রাঙ্গণ। 

রাজধানীর অদূরে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) চলছে এবারের ডিআইটিএফর ৩০তম আসর। আজ ছিল মেলার দ্বিতীয় শুক্রবার (১৬ জানুয়ারি)। ছুটির দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় যেমন ছিল, তেমনি বেচাকেনাও হচ্ছে বেশ।


বিজ্ঞাপন


মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন নিয়ে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন মেলায়। শিশুদের আনন্দ আর বড়দের কেনাকাটায় পুরো মেলা জুড়ে ছিল উৎসবের আবহ।

এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে কাশ্মীরি শাল, পোশাক, কার্পেট, তুর্কি মোজাইক, নান্দনিক ল্যাম্প ও বাহারি ঘর সাজানোর সামগ্রী। বিশেষ করে নারীদের ভিড় বেশি দেখা গেছে, অ্যালুমিনিয়াম সামগ্রী ও হোম ডেকোরেশনের স্টলগুলোতে।

দর্শনার্থীরা জানিয়েছেন, অনেকেই পছন্দের পণ্য কিনছেন পরিবারের জন্য। আবার উপহারের উদ্দেশেও কিনছেন বিভিন্ন পণ্য। 

মেলার দর্শনার্থীদের আকর্ষণ কাড়ছে কারাগারে বন্দি কয়েদিদের তৈরি হস্তশিল্প ও ঘর সাজানোর সামগ্রী। সেখানে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা বলছেন, কয়েদিদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি এসব পণ্য গুণগত মান ও সাশ্রয়ী দামের কারণে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণেই অন্য স্টলের তুলনায় ‘কারা স্টলে’ ভিড় ছিল তুলনামূলক বেশি।

এদিকে রাজধানীর যানজট ও জ্বালানি সংকটের বাস্তবতায় ইলেকট্রিক বাইক ও বৈদ্যুতিক চুলা-কুকারের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। যানজট এড়াতে এবং কম খরচে চলাচলের বিকল্প হিসেবে অনেকেই ইলেকট্রিক বাইক কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

অন্যদিকে এলপিজি সংকটে গ্যাসের চুলা ব্যবহার অনিশ্চিত হয়ে পড়ায় বৈদ্যুতিক চুলা ও কুকারের প্রতিও ঝুঁকছেন সাধারণ ক্রেতারা। আর মেলায় মূল্যছাড় ও বিশেষ অফার থাকায় এসব পণ্য ঘিরে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।

মেলায় বাড়তি ভিড় দেখে ভালো ব্যবসার আশা করছেন স্টল মালিক ও প্রতিনিধিরা। তারা ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছেন বিশেষ ছাড়, উপহার ও নানা ধরনের অফার।

ব্যবসায়ীদের মতে, মাসব্যাপী এই বাণিজ্য মেলার ছুটির দিনগুলোতেই সবচেয়ে বেশি বেচাকেনা হয়। মেলার আগামীদিনগুলোতেও দর্শনার্থী ও বিক্রি দুটোই বাড়বে- এমন আশা তাদের।

এমআর/এএম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর