মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরের সম্ভাবনা বৃদ্ধিতে বিনিয়োগ ও প্রযুক্তিতে জোর দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরের সম্ভাবনা বৃদ্ধিতে বিনিয়োগ ও প্রযুক্তিতে জোর দেওয়ার আহ্বান

বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও পারস্পরিক অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক উচ্চপর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। 


বিজ্ঞাপন


‘Northeast Indian Ocean Regional Dialogue on Sustainable Blue Economy, Connectivity and Resilience for Small Island Developing States (SIDS)’ শীর্ষক এই সংলাপ যৌথভাবে আয়োজন করেছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং পিস অ্যান্ড পলিসি সল্যুশনস।

আশিক চৌধুরী বলেন, ‘মহেশখালীকেন্দ্রিক উপকূলীয় উন্নয়ন ও কৌশলগত অবকাঠামো বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে মিডা— জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সরকারের প্রায় ২০টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করে মৎস্য ও সামুদ্রিক খাতের অগ্রাধিকার বিষয়গুলোতে কাজ করবে। এই সহযোগিতার আওতায় জাপানের ব্লু ইকোনমি মডেল ও Umigyo (সমুদ্রকেন্দ্রিক উপকূলীয় উন্নয়ন) পদ্ধতি মহেশখালী এলাকায় প্রয়োগের সম্ভাব্যতা বিশ্লেষণ, মৎস্য ও উপকূলীয় পর্যটন খাতে বেসলাইন স্টাডি, জেটি ও কোল্ড-চেইন অবকাঠামো উন্নয়ন, গভীর সমুদ্রে মাছ ধরা, সামুদ্রিক খামার, সি-ফুড প্রক্রিয়াজাতকরণ এবং সি-সেফটি বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।’

সংলাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন। ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সংলাপে ব্লু ইকোনমি কৌশল, বন্দর ও শিপিং সংযোগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু অভিযোজন, দুর্যোগ প্রস্তুতি, বিজ্ঞান-নীতি সংযোগ এবং টেকসই মৎস্য ও পর্যটন খাত নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।

এ ছাড়া আঞ্চলিক সহযোগিতার রোডম্যাপ প্রণয়নে একাধিক ওয়ার্কিং গ্রুপ সেশন অনুষ্ঠিত হবে। সংলাপের সুপারিশসমূহ ‘ঢাকা স্টেটমেন্ট’ নামে একটি আঞ্চলিক অবস্থানপত্রে রূপ পাবে, যা ভবিষ্যতের আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক ফোরামে উপস্থাপন করা হবে।


বিজ্ঞাপন


উদ্বোধনী বক্তব্যে ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ওপিআরআই) সভাপতি অধ্যাপক মিতসুতাকু মাকিনো বলেন, ‘ভারত মহাসাগর— যা অনেক সময় ‘গ্রেট মিডল বে’ নামে পরিচিত— ৩০টিরও বেশি দেশ ও প্রায় তিন বিলিয়ন মানুষকে সংযুক্ত করে। জাপানের জন্য এটি শুধু একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর নয়, বরং একটি যৌথ পরিসর, যেখানে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।’

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী আবদুল্লাহ সিয়াজ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এমাদুল ইসলাম, সিনিয়র রিসার্চ ফেলো, ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (জাপান)। 


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর