সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আরও ৮ কোটি ১০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

dollar
ডলার। ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত আরও ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা। একইসঙ্গে কাট–অব হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা—বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে ৮ জানুয়ারি ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সেসব ক্ষেত্রেও প্রতি ডলারের বিনিময় হার ও কাট–অফ হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ এসব ক্রয়ের ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সোমবার ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৮১ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। এসময় প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অব রেট—দুটিই ১২২ দশমিক ৩০ টাকা নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৬৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৩৮৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর