দেশীয় ইন্টারনেট ঠিকানা ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বিডি ডোমেইন সেবার জনপ্রিয় দুটি শ্রেণিতে উল্লেখযোগ্য মূল্যছাড় ঘোষণা করেছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে দেশীয় ঠিকানা ব্যবহারের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) বিটিসিএলের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিটিসিএল সূত্রে জানা গেছে, ডট বিডি তৃতীয় স্তরের ঠিকানা এবং ডট বিডি দ্বিতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ও মেয়াদ নবায়ন ফি কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত দুই অক্ষরের বেশি নামের ঠিকানাগুলোর ক্ষেত্রে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে, যার ফলে গ্রাহকরা আগের তুলনায় সাশ্রয়ী মূল্যে ডট বিডি ঠিকানা সেবা গ্রহণ করতে পারবেন।
হালনাগাদ মূল্যের অনুযায়ী, ডট বিডি তৃতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ডট বিডি দ্বিতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
ডট বিডি ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে ডট কমের তুলনায় সহজলভ্যতা, দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আস্থার প্রতীক হওয়া এবং সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানে অধিক গ্রহণযোগ্যতা অন্যতম সুবিধা হিসেবে বিবেচিত। পাশাপাশি স্থানীয় বাজারে পেশাদার ভাবমূর্তি তৈরি হয় এবং দেশভিত্তিক অনুসন্ধান ফলাফলে ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা থাকে। দেশীয় নিবন্ধন নীতির কারণে এ সেবাকে তুলনামূলকভাবে নিরাপদও বলা হচ্ছে।
বিটিসিএল জানিয়েছে, নির্ধারিত হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে। বিটিসিএল কর্তৃপক্ষের গৃহীত শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং এ মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
বিটিসিএলের আশা, এই মূল্যছাড় কার্যক্রমের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ঠিকানা ব্যবহারের হার বাড়বে এবং দেশের ডিজিটাল কাঠামো আরও শক্তিশালী হবে।
এমআর/এআর

