বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করতে এবং আমদানি-রফতানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ইলেকট্রনিক ইউটিলাইজেশন ডিক্লারেশন (e-UD) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, ১১ জানুয়ারি ২০২৬ থেকে এ আন্তঃসংযোগ কার্যকর হয়েছে। এর মাধ্যমে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রফতানিকৃত পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া দ্রুততর হবে এবং যাচাইবাছাইয়ে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতামূলক বাণিজ্য পরিবেশ গড়ে উঠবে।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃসংযোগ স্থাপনের আগে UD যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন ও বিজিএমইএ’র পৃথক সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। এতে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা সৃষ্টি হওয়ায় পণ্য খালাসে বিলম্ব ঘটত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও চ্যালেঞ্জের মুখে পড়ত।
নতুন এই উদ্যোগ বাস্তবায়নের ফলে UD যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে। এতে কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। একই সঙ্গে আমদানি-রফতানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে এবং বন্ড ব্যবস্থাপনা আরও যুগোপযোগী হয়ে উঠবে।
এনবিআর আরও জানায়, ইন্টিগ্রেশনের পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে e-UD write-off সংক্রান্ত কার্যক্রমও গ্রহণ করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই আন্তঃসংযোগকে Paperless Customs ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ উদ্যোগ দেশের আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
এমআর/এফএ

