সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চলমান। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত হয় না, ততক্ষণ দেশভিত্তিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যের পক্ষপাতী।

শেখ বশিরউদ্দিন আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের নেওয়া বিভিন্ন ধরনের ট্রেড মেজারসের কোনো প্রভাব এসেছে কিনা আমরা তা পর্যবেক্ষণ করছি।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাগুলো দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন প্রভাব ফেলে না। তবে গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশের রপ্তানি সীমিত করেছে, ফলে রফতানি কমেছে। তবে আমরা সেই ধরনের কাউন্টার মেজারস গ্রহণ করিনি।

ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, এটি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে এটি করা হয়নি। আমাদের নীতিমালা দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি, অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়।


বিজ্ঞাপন


এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর