শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জেট ফুয়েলের দাম কমল লিটারে প্রায় ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

শেয়ার করুন:

jet
ফাইল ছবি

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ৯ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।


বিজ্ঞাপন


এতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.০৬২৯ মার্কিন ডলার কমিয়ে ০.৬৮৭৫ ডলার থেকে ০.৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য বুধবার দিনগত (৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, গত বচরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর