সাইবার নিরাপত্তা আরও জোরদার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) এনবিআরের চেয়ারম্যান নতুনভাবে স্থাপিত সংস্থাটির নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এনবিআরের রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবহৃত স্বয়ংক্রিয় কাস্টমস ব্যবস্থাপনা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা ও সম্ভাব্য ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কেন্দ্র স্থাপন করা হয়। ইতোমধ্যে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এনবিআরের একটি বিশেষায়িত দল আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই কেন্দ্র পরিচালনা করছে।
এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের ডিজিটাল কার্যক্রমে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক তৎপরতা এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে নজরদারি, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে এনবিআর।
বিজ্ঞাপন
এনবিআর জানিয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এম/এএস
