সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সরকারি মূল্যে এলপিজি কেনার নিশ্চয়তা দিতে পারছেন না বিইআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

সরকারি মূল্যে এলপিজি কেনার নিশ্চয়তা দিতে পারছেন না বিইআরসি চেয়ারম্যান
সরকারি মূল্যে এলপিজি কেনার নিশ্চয়তা দিতে পারছেন না বিইআরসি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস কেনার নিশ্চয়তা দিতে পারছেন না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেছেন, নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তা গ্যাস কিনতে পারবে—এ নিশ্চয়তা কমিশনের পক্ষে দেওয়া সম্ভব নয়।

রোববার (৪ জানুয়ারি) এলপিজির নতুন মূল্য ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিইআরসি চেয়ারম্যান। এ সময় কমিশনের সদস্য (গ্যাস) মিজানুর রহমান, সদস্য মো. আবদুর রাজ্জাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জালাল আহমেদ বলেন, এলপিজি নিয়ে বিদ্যমান সমস্যা আলোচনায় আজ সচিবালয়ে একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠকে এলপিজি অ্যাসোসিয়েশনের সদস্যরা থাকবেন। ডিস্ট্রিবিউটর পর্যায়ে বেশি দাম নেওয়ার যে অভিযোগ আসছে, তা সেখানে আলোচিত হবে। কমিশনের পক্ষ থেকেও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা হবে।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, কমিশন যে দাম নির্ধারণ করে দেয়, ভোক্তা ঠিক সেই দামেই পণ্য কিনতে পারবে—এ বিষয়টি নিশ্চিত করা কঠিন। এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সব ধরনের ব্যয় হিসাব করেই দাম নির্ধারণ করা হয়। অ্যাসোসিয়েশনের দাবি, তারা নির্ধারিত মূল্যেই পণ্য সরবরাহ করছে। এ ছাড়া উচ্চমূল্য রোধে অভিযান চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজি আমদানিতে জাহাজ সংকটের প্রসঙ্গ তুলে ধরে জালাল আহমেদ বলেন, মূলত মধ্যপ্রাচ্যগামী জাহাজের ক্ষেত্রেই সমস্যা বেশি দেখা যাচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সিঙ্গাপুর থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে জাহাজের ঘাটতি রয়েছে। পাশাপাশি এলসি ইস্যু নিয়েও জটিলতা আছে। অনেক ক্ষেত্রে এলসি খোলা হলেও পণ্য আনা যাচ্ছে না। তবে এলসি খোলার ক্ষেত্রে কেউ জটিলতায় পড়লে, সরকারের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর