নিউ মার্কেট কাচা-বাজারে সবজির দামে স্বস্তি ফিরলেও মাছ ও গরুর মাংসের দামে তেমন পরিবর্তন নেই। শুক্রবার (২ জানুয়ারি) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর নিউ মার্কেট কাঁচা-বাজারে আজ সকালে ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কমতির দিকে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মুলা ও পালং শাক আগের সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
বিক্রেতারা জানান, মাঠ পর্যায়ে উৎপাদন ও পরিবহন স্বাভাবিক থাকায় সরবরাহ ভালো, ফলে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে মাছ ও গরুর মাংসের ক্ষেত্রে ক্রেতাদের সেই স্বস্তি নেই। ইলিশ, রুই-কাতলসহ অধিকাংশ মাছের দাম আগের মতোই চড়া রয়েছে, একইভাবে গরুর মাংসেও কোনো কমতি দেখা যায়নি।
বাজারে সবজির মধ্যে ফুলকপি প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩৫ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা এবং পালং শাক ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে দেশি রুই-কাতল কেজিতে ৪৫০ থেকে ৬৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা এবং ইলিশের দাম আকারভেদে আরও বেশি। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় স্থির রয়েছে।
নিউ মার্কেট কাঁচা-বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, এই সময়ে সবজির মৌসুম ভালো থাকায় সরবরাহ বেশি। তাই আমরা তুলনামূলক কম দামে বিক্রি করতে পারছি। সামনে যদি পরিবহন ও আবহাওয়া স্বাভাবিক থাকে, তাহলে সবজির দাম এমনই থাকার কথা।
বিজ্ঞাপন
বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, সবজির দাম কিছুটা কমেছে দেখে ভালো লাগছে। আগের সপ্তাহে যে দামে কিনেছি, আজ তার চেয়ে কমে পাওয়া যাচ্ছে। তবে মাছ কিনতে গেলে এখনও বাজেটের বাইরে চলে যাচ্ছে।
আরেক ক্রেতা বলেন, সবজি নিয়ে আপাতত স্বস্তি পেলেও মাংস আর মাছের দাম কম না হলে পরিবারের বাজার খরচ কমানো কঠিন। বিশেষ করে গরুর মাংসের দাম অনেকদিন ধরেই একই জায়গায় আটকে আছে।
সার্বিকভাবে নিউ মার্কেট কাঁচা-বাজারে সবজিতে স্বস্তির হাওয়া থাকলেও মাছ ও গরুর মাংসের দামে স্থবিরতা বজায় থাকায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতাদের চাপ পুরোপুরি কমেনি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এম/এফএ

