তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ২০২৪-২৫ অর্থবছরের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে (হাইব্রিড সিস্টেম) অনুষ্ঠিত সভায় একই সঙ্গে কোম্পানির পঞ্চম বিশেষ সাধারণ সভাও (ইজিএম) অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এজিএমে আলোচ্য অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি সরকারের ইক্যুইটির বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তও অনুমোদন করা হয়।
তিতাস গ্যাস বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সভায় সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এএইচ

