বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উচ্চ রেমিট্যান্স প্রভাবে কমছে বিদেশি ঋণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

শেয়ার করুন:

bd bank
বাংলাদেশ ব্যাংকের মূল ফটক। ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরার দেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বেড়েছে। গত তিন মাসে দেশের বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১৪৫ কোটি ডলার কমে সেপ্টেম্বর শেষে ১১ হাজার ২১২ কোটি ডলারে নেমে এসেছে। এর তিন মাস আগে অর্থাৎ গত জুন শেষে যা ছিল ১১ হাজার ৩৫৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে হয়েছে এক হাজার ৯৫৮ কোটি ডলার। তিন মাস আগে যা ছিল এক হাজার ৯৮৩ কোটি ডলার। তবে সরকারি খাতে ঋণ বেড়ে সেপ্টেম্বর শেষে ৯ হাজার ২৫৪ কোটি ডলার হয়েছে। তিন মাস আগে যা ছিল ৯ হাজার ৩৭৪ কোটি ডলারে। উভয় ক্ষেত্রে এ সময়ে বেশি কমেছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ২৪৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ২০ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছর তিন হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ২৭ শতাংশ বেশি।

উচ্চ রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সোমবার ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এতে দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। গত অর্থবছর রেকর্ড ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার বিদেশি দায় পরিশোধ হয়েছে। ডলার বাজারে স্বস্তির কারণে বিদেশি ঋণ পরিশোধের ধারা এখনও বজায় রয়েছে।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর