সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

Mela
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরছেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

রাজধানীতে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’। চার দিনব্যাপী এই মেলা আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলায় থাকছে মোট ২২০টি স্টল।


বিজ্ঞাপন


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

আয়োজকরা জানায়, আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি– এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকছে। টিকিট বিক্রির অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার। 

এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, দীর্ঘসময় স্থবিরতার পর আবাসন খাতে আবার গতি ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশের পর আবাসন খাতে নতুন আস্থা তৈরি হয়েছে। নতুন ড্যাপ ও বিধিমালায় আগের জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর হওয়ায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, আবাসন খাত শুধু বাসস্থান তৈরি করছে না, বরং জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে। নির্মাণ খাতের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্পের বিকাশ হচ্ছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল, ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর বিশ্বাস, ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, কো-চেয়ারম্যান সুরুজ সরদার, পরিচালক শেখ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর